নিউইয়র্ক সিটির দাপ্তরিক বাসভবন গ্রেসি ম্যানশন দীর্ঘদিন পর পাচ্ছে নতুন ফার্স্ট লেডি। শহরের ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত ডেমোক্রেট নেতা জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সিরীয় বংশোদ্ভূত এই মার্কিন শিল্পী ও চিত্রকর জন্মগ্রহণ করেন টেক্সাসের হিউস্টনে। তবে তার পরিবার দ্রুতই মধ্যপ্রাচ্যে, তাদের নিজ দেশ সিরিয়ার কাছাকাছি দুবাইয়ে চলে যায়। ফলে রামার শৈশবের বেশিরভাগ সময় কাটে সেখানেই।
এক পডকাস্ট সাক্ষাৎকারে রামা বলেন, ছোটবেলায় তিনি প্রায়ই নিজের সিরীয় পরিচয় আড়াল করতেন, নিজেকে শুধু আমেরিকান হিসেবে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন। কিন্তু পরবর্তীতে ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি স্কুল অফ দ্য আর্টস–এ পড়াশোনার সময় তিনি নিজের পরিচয় ও সংস্কৃতির প্রতি নতুন উপলব্ধি অর্জন করেন। এই আত্ম–চেতনা তার শিল্পকর্মে গভীর প্রভাব ফেলে। যেখানে বারবার উঠে আসে সিরীয় সমাজ, অভিবাসী জীবন ও মধ্যপ্রাচ্যের বাস্তবতা।
২০২১ সালে যুক্তরাষ্ট্রে ফিরে এসে রামা নিউইয়র্কে বসবাস শুরু করেন। সেখানেই পরিচয় হয় জোহরান মামদানির সঙ্গে। যদিও শুরুতে তিনি স্বামীর রাজনৈতিক প্রচারণার আড়ালে ছিলেন, পরে ইনস্টাগ্রামে জোহরানের একটি পোস্টেই প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর। চলতি বছরের এপ্রিলে সিটি ক্লার্কের অফিসে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দুয়াজি শিল্পকর্মের মাধ্যমে তার রাজনৈতিক অবস্থানও তুলে ধরেন। তিনি ফিলিস্তিনি কৃষকদের ওপর ইসরায়েলের পরিবেশগত যুদ্ধের চিত্র এঁকেছেন এবং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন।