অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ কারও চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানী মোহাম্মদপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন–২ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, এখনকার তরুণদের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। কোনো প্রতিষ্ঠানের সঙ্গে নয়, তারা ইনডিভিজ্যুয়ালি কাজ করতে পারছে। প্রযুক্তির কারণে তারা বিশ্বের সঙ্গে যুক্ত হতে পারছে। এখন উদ্যোক্তা হওয়ার সুযোগ তরুণরা নিতে পারল কিনা সেদিকে নজর দিতে হবে।
তিনি আরও বলেন, আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।
পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এসএ