মানুষের কষ্ট হয় এমন কিছু না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিজমি রক্ষা এবং যত্রতত্র শিল্পায়ন না করারও নির্দেশ দিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে, অর্ধশত শিল্প অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অর্থনৈতিক সমৃদ্ধি ও ১ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, দেশব্যাপী গড়ে উঠছে একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এর মাধ্যমে দেশি-বিদেশী বিনিয়োগ এবং আন্তর্জাতিক অঙ্গনে আর্থ-সামাজিক সম্পর্কও জোরদার হচ্ছে।
রবিবার, চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের ৫০টি শিল্প অবকাঠামো উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় কৃষি উৎপাদন অব্যাহত রেখেই পরিকল্পিত শিল্পায়নের তাগিদ দেন সরকার প্রধান।সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে জানিয়ে তিনি, ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়ানোর আহবান জানান।
বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল আছে বলেও জানান, প্রধানমন্ত্রী।