মানিকগঞ্জে আশ্রয়হীন প্রকল্প-২ এর আওতায় পাঁচটি উপজেলার ভূমিহীন-গৃহহীন ৩৬৭ টি পরিবারকে ঘর দেওয়া হবে।
সোমবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক আব্দুল লতিফ প্রেস ব্রিফিংয়ে বলেন, জেলার ঘিওর ও সাটুরিয়া উপজেলা আগেই ভূমিহীন-গৃহহীন ঘোষনা করা হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) বাকি পাঁচটি উপজেলার ৩৬৭ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তর করা হবে। মানিকগঞ্জ সদর উপজেলায় ৩১ টি, সিংগাইর উপজেলায় ১৬৩ টি, হরিরামপুর উপজেলায় ৭৭ টি, শিবালয় উপজেলায় ৬২ টি ও দৌলতপুর উপজেলায় ৩৪ টি পরিবারকে ঘর দেওয়া হবে।
জেলায় তালিকা অনুযায়ী ভূমিহীন-গৃহহীন পরিবারের সংখ্যা ছিলো ১ হাজার চারশো ৩৩ টি। পরে যাচাই বাছাই শেষে হালনাগাদ করে পরিবারের সংখ্যা হয় ১ হাজার চারশো ৪৫ টি। তালিকাকৃত এসব পরিবারের মাঝে ৮৫১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী জুন মাসের মধ্যে পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মধ্যে ২২৭ টি ঘর প্রদান করে পুরো জেলাকে ভূমিহীন-গৃহহীন ঘোষনা করা হবে।
এ সময় সিনিয়র সহকারী কমিশনার মাহবুবুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) জোত্বিশর পাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারন সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আল/দীপ্ত