হরতাল ও অবরোধের নামে জ্বালাও পোড়াও করে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ।
রবিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএফডিসিতে মানববন্ধন করে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিনোদন অঙ্গনের তারকারা। একই দাবিতে শহবাগে র্যালি করেছে তৃতীয় লিঙ্গের মানুষ।
এসময় বক্তারা বলেন, আগুন সন্ত্রাসের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আন্দোলনের নামে হরতাল–অবরোধ সাধারণ মানুষের জীবন–জীবিকায় আঘাত হানছে বলে অভিযোগ করেন শিল্পীরা।
এদিকে, সকালে বিশ্ব মানবাধিকার দিবসে আগুন সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীর শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গদের পাঁচটি সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে তৃতীয় লিঙ্গের প্রতিনিধিত্বের দাবি করেন তারা।
এসএ/দীপ্ত নিউজ