বাগেরহাটসহ দক্ষিণ–পশ্চিম অঞ্চলের জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষিকাজ এবং মৎস্য চাষী পরিবারের মধ্যে যারা মানব পাচারের শিকার তাদের জীবন ও জীবিকা উন্নত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউএস স্টেট সরকারের অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় বি–পেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অধীনে বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদার আয়োজনে সোমবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ–আল–আসাদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ–পরিচালক শংকর কুমার মজুদার, মোল্লাহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ–পরিচালক সাহেলা পারভীন, কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএস সরকারের প্রতিনিধি মিকা আব্দুলাইভা ও আয়শা ট্রাওরে। এছাড়াও কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকরী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা জলবায়ু ঝুঁকিপূর্ণ কৃষিকাজ এবং মৎস্য চাষী পরিবারের মধ্যে যারা সম্ভাব্য মানব পাচারের শিকার তাদের একটি রূপান্তরমূলক পরিবর্তন আনার মাধ্যমে জীবন ও জীবিকা উন্নত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
মামুন / আল / দীপ্ত সংবাদ