মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারি স্কুল করা) দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি থেকে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
আন্দোলনে থাকা শিক্ষকরা বলছেন, বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার মধ্যেই তাদের দাবি আদায় না হলে শুক্রবার সকাল থেকে লাগাতার আন্দোলন চলবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন রাখছি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করার জন্য।
কর্মসূচিতে সংগঠনের জেলা, উপজেলা কমিটির নেতারা উপস্থিত আছেন।‘
‘প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী কিংবা সরকারের নির্ধারিত প্রতিনিধি যদি আজ বিকেল পাঁচটার মধ্যে এসে আমাদের দাবির সঙ্গে এক মত পোষণ না করেন, তবে আমরা দাবি আদায়ের লাগাতার কর্মসূচি গ্রহণ করব।’
পূর্ণিমা/ দীপ্ত নিউজ