মাদারীপুর–১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নাদিরা আক্তার ওরফে নাদিরা মিঠু চৌধুরী। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিঠু চৌধুরীর স্ত্রী।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে এক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারীপুর–১ আসনে নাদিরা মিঠু চৌধুরীর নাম ঘোষণা করেন।
এদিকে জনগণের সরাসরি ভোটে এমপি হতে মনোনয়নের প্রত্যাশায় মাঠে দৌড়াচ্ছেন প্রায় এক ডজন নেতা। নিজ নিজ আসনে সভা–সেমিনার, উঠোন বৈঠকসহ নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন সবাই
জানা গেছে, গত ৩ অক্টোবর মাদারীপুর–১ আসনের শিবচরে বিএনপি থেকে কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার একদিন পরই প্রার্থীতা স্থগিত করে বিএনপির হাইকমান্ড।
এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ফের মাঠে নামেন। তাদের মধ্যে দুজন নারী নেত্রী রয়েছেন। তারা হলেন নাভীলা চৌধুরী ও নাদিরা মিঠু।
মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু। এছাড়াও তিনি বিগত সময়ে বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
শিবচরে বিএনপির মনোনয়ন নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় শিবচর উপজেলার বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন, সবার আগে দল, যাকে নমিনেশন দিয়েছে আমরা বিএনপির নেতাকর্মীরা তার হয়ে কাজ করবো। তিনি বলেন শিবচরে বিএনপির মধ্যে কেন বিভেদ নেই, শিবচরে বিএনপি সুসংগঠিত।
জানতে চাইলে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর চৌধুরী বলেন, দল যাকে যোগ্য মনে করেছে তাকে নমিনেশন দিয়েছে, আমি দলের সিদ্ধান্তের বাইরে কখনো ছিলাম না এবং ভবিষ্যতেও যাওয়ার কোন সুযোগ নেই।
তিনি বলেন দলের সিদ্ধান্তই চুড়ান্ত, আমিও নমিনেশন প্রত্যাশী ছিলাম, দল যেটা ভালো মনে করেছে, আমি সাধুবাদ জানাই।
এক প্রতিক্রিয়ায় নাদীরা মিঠু চৌধুরী মুঠোফোনে বলেন, আমাকে দল মনোনয়ন দিয়েছেন। আমি দলের প্রতি কৃতজ্ঞ। সবার সহযোগিতায় আমি দলকে এই আসনটি উপহার দিতে চাই। সবাই পাশে থাকবেন।
মো. রফিকুল ইসলাম/এজে/দীপ্ত সংবাদ