শরীয়তপুরের মাদকাসক্ত ছেলে ফারুক ছৈয়ালকে (২৮) মাদকসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন মা শাহনাজ বেগম (৪৭)। শনিবার (১৮ অক্টোবর) সকালে জেলার নড়িয়া পৌরসভায় এ ঘটনা ঘটে।
ফারুক ছৈয়াল নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোনসিং গ্রামের শওকত ছৈয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায়ই বাবা–মায়ের কাছে মাদক কেনার টাকা দাবি করত। টাকা না পেলে মা, বাবা ও বোনকে গালাগাল ও মারধর করত। শনিবার সকালে পরিবারের সদস্যরা মাদকের টাকা না দিলে তাদের ওপর চড়াও হয় ফারুক।
চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মাদকাসক্ত ফারুককে বাড়ির গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাজাসহ ফারুককে আটক করে।
পরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মাদক সেবন ও মাদকসহ আটক হওয়ার অপরাধে ফারুক ছৈয়ালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।