বরগুনার তালতলি উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় আরাফাত খান (২২) নামে এক মোটরসাইকেল চালককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা হাবিব উল্লাহ নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তালতলি উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলারং গ্রামের শহীদ সিকদার ও তার দুই ছেলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত বৃহস্পতিবার তারা কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে গেলে আরাফাত খান তাদের বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা এবং উত্তেজনা সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে শনিবার রাত ৯টার দিকে আরাফাত খান প্রতিবেশী হাবিব উল্লাহকে সঙ্গে নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন, তখন শহীদ সিকদার ও তার সহযোগী ১০–১২ জন সন্ত্রাসীসহ তাদের গতিরোধ করে। আরাফাতকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডা. রাসেদ মাহমুদ রোকনুজ্জামান আরাফাত খানকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে নিহতের পরিবার জানিয়েছেন, তারা এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।