আশুলিয়া থেকে ৪০.৫ কেজি গাজা ও মাদক আনা–নেওয়া কাজে ব্যবহৃত পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–৪ এর সদস্যরা। পরে আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
শনিবার (২০ মে) সকালে র্যাব–৪ এর সিপিসি ২ এর নবীনগর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি আরও জানায়, আটক মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪০.৫ কেজি গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয় ওই মাদক ব্যবসায়ীকে।
এম এ হালিম