বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। মূলত প্রধানমন্ত্রীর উৎসাহ ও অনুপ্রেরণাতেই অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মাঠে ফেরার সুসংবাদ দেন তামিম। লাল-সবুজ জার্সিতে আবারও মাঠে ফিরবেন টাইগার ওপেনার। তবে আপাতত থাকবেন দেড় মাসের বিশ্রামে। ফিরবেন এশিয়া কাপে।
অবসরের ঘোষণ দেয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই গণভবনে তাকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে বের হওয়ার পর সংবাদমাধ্যমকে তামিম বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন- খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি।’
টাইগার ওপেনার আরও বলেন, ‘আমি সবাইকে না বলতে পারলেও দেশের প্রধানকে না বলা আমার পক্ষে অসম্ভব। তিনি আমাকে দেড় মাসের ছুটিও দিয়েছেন, যাতে মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি। এতে অবশ্য পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।’
এর আগে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডেকে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ মুহূর্তে, বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন তার এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এসএ/দীপ্ত নিউজ