মাগুরায় পানিতে ডুবে পৃথক স্থানে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ এপ্রিল) মাগুরার দুটি পৃথক স্থানে মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকা ও মহম্মদপুর উপজেলার নারাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম আলিফ (২) ও সাদিকুল (২)। নিহত আলিফ মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার সজিব শেখ এর ছেলে। অপর নিহত সাদিকুল মহম্মদপুর উপজেলার নারাণপুর গ্রামের তিলাপ শেখ এর ছেলে।
নিহত আলিফ এর স্বজনরা জানান, আলিফ ৬ দিন আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নানা বাড়ি সদর উপজেলার লস্করপুর বেড়াতে যান।
রবিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল সে। সকলের অজান্তে হঠাৎ বাড়ির পাশে পুকুরে পড়ে যায় আলিফ। সকলে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাকে ভেসে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
প্রায় একই সময় মহম্মদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে নিজ বাড়িতে খেলা করছিল সাদিকুল। সেও খেলা করতে করতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে।
মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডঃ মোহাম্মদ এনামুল হক মাসুম বলেন, শিশু দুটিকে প্রায় একই সময়ে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এই সময়টায় প্রায় এমন পানিতে পড়ে মৃত শিশু হাসপাতালে আসছে বলে জানিয়ে ওই চিকিৎসক বলেন, সকল অভিভাবকদের সচেতন হতে হবে। এছাড়া বাড়ির পাশে থাকা পুকুরগুলোর চারপাশে বেড়া দিয়ে ঘিরে দিতে হবে। সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পাওয়া সম্ভব।
মাগুরা সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ কনস্টেবল সাজ্জাদুল ইসলাম বলেন, শিশু দুটিকে পৃথক স্থান হতে একই সময় মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মরদেহ হাসপাতালে রয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএম/দীপ্ত সংবাদ