২০২৩–২০২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় মাগুরায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকালে উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় দুজন কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
মাগুরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে এ মেশিন দুটির চাবি দুজন কৃষকের হাতে তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি অফিসার মোঃ হুমায়ুন কবির বলেন, কৃষি কাজে খরচ ও সময় বাঁচাতে এবং অধিক লাভ করতে আধুনিক যন্ত্র ব্যবহারের বিকল্প নেই। কৃষি কাজে সবচেয়ে শ্রম ও সময় নির্ভর কাজ হচ্ছে চারা রোপণ, বীজ বপণ ও ফসল কর্তন। এ কাজগুলো সঠিক সময়ে করতে পারলে কৃষক লাভবান হবে।
উপজেলা কৃষি অফিসার আরও বলেন, দেশের কৃষিকে এগিয়ে নিতে বর্তমান সরকার ভর্তুকির আওতায় কৃষকদের নানা উপকরণ বিতরণ করছেন। সেই ধারাবাহিকতায় আজ দুজন কৃষকের মাঝে ৩১ লক্ষ ও ৩২ লক্ষ টাকা মূল্যের দুটি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হলো। যার একটিতে ১৫ লক্ষ ৫০ হাজার ও অপরটিতে ১৫ লক্ষ ৩৫ হাজার টাকা ভর্তুকি দিবে সরকার।
উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর।
শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ