মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় সিএনজি (মাহেন্দ্র) ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয় একাধিক।
শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকায়।
নিহত তিনজন হলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকার কালিপদ শিকদার এর ছেলে মধু শিকদার (৫৫), নিতাইদে এর স্ত্রী নিলুফা রানী দে (৫০) ও নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্পা রানী দে। এ ঘটনায় আহতদেরকে মাগুরা ও যশোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, নিহত ও আহতরা মাগুরা সদরের কামারপাড়া এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় যশোর মুখি একটি পরিবহনের সাথে মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ঘটনায় স্থলেই দুই নারীর মৃত্যু হয়। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর মধু শিকদারকে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গৌতম চন্দ্র মন্ডল বলেন, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
শ্রাবণ / সুপ্তি/ দীপ্ত সংবাদ