সংস্কারের দুই বছরের মধ্যেই মাগুরার চারলেন সড়কে দেখা দিয়েছে ফাটল ও গর্ত। ঘটছে দুর্ঘটনা। সড়ক বিভাগ বলছে- যানবাহনে অতিরিক্ত পণ্য বহনের কারণে এমনটি হয়েছে।
যানজট কমাতে ২০১৬ সালে মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর গ্রাম পর্যন্ত সড়ক প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক বিভাগ। শহরের ঢাকা রোড থেকে পুলিশ লাইনস পর্যন্ত চার লেন সড়কের কাজ শেষ হয় ২০২০ সালে। কিন্তু এরইমধ্যে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে ফাটল ও গর্ত।
নতুই এই সড়কে মাঝে-মধ্যে দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। রাস্তার ত্রুটি দূর করতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। মাগুরা সদর উপজেলার রামনগর থেকে আবালপুর গ্রাম পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যয় হয়েছে ১১২ কোটি ৭ লাখ টাকা।