২০২৩–২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।
সোমবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে মাথাপিছু ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমুখ।
শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ