মাগুরা শহরের নতুন বাজার এলাকায় নকল পণ্য বিক্রি করায় লোকনাথ কনফেকশনারী এন্ড কসমেটিক্সেকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার অধিদফতর এ অভিযান পরিচালনা করে।
জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, প্যারাসুট কোম্পানির মার্কেটিং অফিসারের অভিযোগ ছিল লোকনাথ কনফেকশনারী এন্ড কসমেটিক্সে নকল প্যারাসুট তেল বিক্রিও মজুদ রয়েছে।
সেই অভিযোগের ভিত্তিতে অভিযানে বিপুল পরিমাণে নকল প্যারাসুট তেল ও মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী পাওয়া যায়।
এ সময় ৫০ হাজার টাকা মূল্যের ৫ কার্টন নকল তেল নষ্ট করা হয়। এ সময় দোকানের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা ও সাত দিনের জন্য দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
এমি/দীপ্ত