মাগুরায় দ্য রয়েল মাল্টি কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী শিশু অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রবিবার (২৮মে) সকাল ৯টায় ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় ও ইয়েস বাংলাদেশর আয়োজনে এবং প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ও অপরাজেয় বাংলাদেশের সহযোগিতায় তিন দিনব্যাপী শিশু অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
এ প্রশিক্ষণ কর্মশালায় মাগুরা জেলা এনসিটিএফের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালাটি ২৮মে থেকে ৩০মে পর্যন্ত চলবে।
মাগুরা জেলা ভল্যান্টিয়ার সাবিহা লিজা এবং রাহিবুজ্জামানের সঞ্চালায় উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। তারা তাদের প্রশিক্ষণ কর্মশালায় শিশু অধিকার, শিশুর প্রতি সহিংসতা, প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ গুলো কি ভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে এনসিটিএফ সদস্যদেরকে ধারণা প্রদান করেন।
এছাড়াও, শিশু অধিকার বাস্তবায়ন নীতিমালার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
উল্লেখ্য, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) শিশু অধিকার বাস্তবায়নে সারা বাংলাদেশে একযোগে কাজ করে থাকে।
মো. কাশেমুর রহমান শ্রাবণ মাগুরা/এমি/দীপ্ত নিউজ