মাগুরার বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০০ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত কয়েকদিনের ব্যবধানে হঠাৎ করে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে । দাম বৃদ্ধির ফলে নিম্নআয়ের মানুষেরা চরম বিপাকে পড়েছে।
শনিবার (১৩ জুলাই) সকালে শহরের একতা কাঁচা বাজারে গিয়া দেখা যায় প্রকারভেদে কাঁচামরিচ পাইকারি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪২০ টাকা। যা কিনে নিয়ে যাওয়ার পর খুচরা বাজারে সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা।
শহরের ঢাকা রোডে অবস্থিত একতা কাচা বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গত সপ্তাহেও কাঁচামরিচের দাম অনেকটা কম ছিল। আজ হঠাতই দাম বেড়েছে। তবে আজ শনিবার দেশে ভারতীয় মরিচ না আসায় দাম বাড়তি বলে বলেন এই ব্যবসায়ী।
পুরাতন বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল হোসেন বলেন, টানা বৃষ্টির ফলে ক্ষেতের মরিচ অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। যে কারণে দাম একটু বেশি। এছাড়া আমরা আর ওর থেকে বেশি দামে কেনার ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। হলে মরিচ বিক্রি নিয়ে ক্রেতাদের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে অনেক।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
শ্রাবণ / আল / দীপ্ত সংবাদ