মাগুরায় ঈদের জামাতের জন্য ৪৬৪টি ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ২২৮টি, শালিখা উপজেলায় ৪২টি, মহম্মদপুরে ১১২, ও শ্রীপুরে ৮২টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় শহরের নোমানী ময়দানে। প্রধান জামাতে ইমামতি করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পৌর মেয়রসহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া সকাল সাড়ে ৮টার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
তবে, বৃষ্টি হলে জেলায় প্রায় ২ হাজার ৩০০ মসজিদ প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
মো. কাশেমুর রহমান শ্রাবণ/এমবিআর