মাগুরা জেলাকে মাদক মুক্ত রাখতে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে শিশুরা স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এনসিটিএফ সদস্যরা ।
এ সময় উপস্থিত ছিলেন, এ্যাডিশনাল এসপি (ক্রাইম এন্ড অপস্) মো. কলিমুল্লাহ , পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ আরো অনেকে।
স্মারকলিপিতে শিশুরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান, সুস্থ ও স্বাভাবিক জীবনের প্রতি হুমকি হয়েছে মাদকাসক্তি। এর সবচেয়ে ভয়াবহ প্রভাব আমাদের তরুণ এবং কিশোর সমাজে।
মাগুরা জেলায় বিগত কয়েক বছরে এই মাদকদ্রব্য বিক্রয় এবং মাদক গ্রহণের পরিমাপ অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু কিশোররা মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। বিভিন্ন সময় এই ব্যয়বহুল নেশার খরচ পেশাগতভাবে না জোগাড় করতে পেরে শিশু কিশোররা বেছে নিচ্ছে বিভিন্ন মারাত্মক পদক্ষেপ। তার মধ্যে অন্যতম হলো আত্মহত্যা। এতে করে ঝরে পড়ছে তরুণ প্রাণ।
গত কয়েক মাসের মধ্যে মাগুরা জেলা ও সদর উপজেলাসহ ওয়াপদা, পুলিশ লাইনস, আবালপুর, নিজনান্দুয়ালী, দোয়ারপাড়, পারলা, ধলহরা, বিনোদপুর,পারনান্দুয়ালী, বালিয়াডাঙ্গা গ্রামে অত্যাধিক পরিমান মাদকের অবৈধ অনুপ্রবেশ এবং মাদক গ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য, সারা বাংলাদেশে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকে।
এমি/দীপ্ত সংরাদ