দুই থেকে তিন হচ্ছেন কিয়ারা ও সিদ্ধার্থ দম্পতি। অর্থাৎ, মা হতে চলেছেন কিয়ারা আদভানি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এমনই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।
একজোড়া মোজার ছবি শেয়ার করে কিয়ারা লেখেন, ‘আমাদের জীবনে সবচেয়ে মিষ্টি উপহার খুব তাড়াতাড়ি আসতে চলেছে।‘
২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ। রাজস্থানের জয়সালমির প্রাসাদে বসেছিল তাদের বিয়ের আসর।
উল্লেখ্য, আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের পর ‘শেরশাহ‘ নামক ছবির অফার পান সিদ্ধার্থ। আর সেখানেই কিয়ারা ছিলেন বিপরীতে। শেরশাহের অভিনয় করতে গিয়েই কাছাকাছি আসেন দুজনে। তারপরের গল্পটা চেনা। বন্ধুত্ব, প্রেম, বিয়ে।
এসএ