মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে স্থানীয় মসজিদের পাশে ব্যাগ থেকে এক নবজাতক উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (১৭ মে) সকালে স্থানীয় এক নারী মসজিদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কান্না শুনে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার তখলপুর পশ্চিম পাড়ার লিয়াকত মোল্যার স্ত্রী রুবিয়া বেগম বুধবার ভোর ৫টার দিকে হাঁটতে বের হলে পশ্চিমপাড়া মসজিদের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে কান্নার শব্দ শুনে এগিয়ে যায়। এসময় ব্যাগের মধ্যে নবজাতকটিকে দেখতে পেয়ে মসজিদের মুসল্লিদের ডেকে আনেন এবং শিশুটিকে পরম যত্নে কোলে তুলে নেন।
পরে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রউফের সহযোগিতায় নবজাতকটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কাজী নাজমুস সাকিব বলেন, সকাল সাড়ে ৭টায় নবজাতকটিকে এলাকার লোকেরা নিয়ে আসে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি; শিশুটি সুস্থ আছে। আমাদের ধারণা শিশুটির বয়স দুইদিন হতে পারে।
শিশুটিকে দত্তক নিতে ইতোমধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় করেছেন বিভিন্ন দম্পতি। তবে বৃহস্পতিবার উপজেলা শিশু সুরক্ষা কমিটির একটি সভার আয়োজন করা হবে। সেখানে শিশুটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।
মো. কাশেমুর রহমান/এমি/দীপ্ত নিউজ