ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স চাপায় প্রাণ গেল হৃদয় (২৮) নামের এক শ্রমিকের।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় লক্ষ্মীপুর জেলার বিবির হাট এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ফেনীর মোহাম্মদ আলী এলাকায় মহাসড়ক সংলগ্ন এসএনবি নাইস ফুডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত হৃদয়ের শ্যালক আবু রনি বলেন, তার ভগ্নিপতি দীর্ঘদিন পার্শ্ববর্তী এসএনবি নাইস ফুডে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার পথেই গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মহাসড়কের ঢাকামুখী লেইনের পাশ দিয়ে হেটে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন হৃদয়। এসময় মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হৃদয়ের মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় । দুর্ঘটনা কবলিত গাড়িটি হেফাজতে নেয়। অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মামুন/ইএ