ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা (৬৮) মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
সালেহা দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত ছিলেন। পরে ডেঙ্গু আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেকে তাকে দেখতে যান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আবুল হোসেন ও ছাত্রনেতা মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় মেনন জানান, সালেহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর চক্ষুদান করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড সালেহা সুলতানা মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরণোত্তর চক্ষুদান করেছেন।
মৃত চক্ষুদাতা সালেহা সুলতানার চোখে পৃথিবী দেখবেন ময়মনসিংহের খোকন রবি দাস এবং বরিশালের তানিয়া আক্তার।
আল/ দীপ্ত সংবাদ