সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও বড় কর্মযজ্ঞ শুরু হয়েছে নির্বাচন কমিশনে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটির উপনির্বাচন ও ৯টি পৌরসভাসহ ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৪ জানুয়ারি) ইসি সচিব জানান, আগামী ৯ মার্চ বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। আর প্রত্যাহার করা যাবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এর মধ্যে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। আর ইউনিয়ন পরিষদ ও শূন্য পদে নির্বাচনে ব্যবহার করা হবে ব্যালট পেপার।
আরও পড়ুন: এপ্রিলের শেষ সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচন
এবার স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগ দলীয় প্রতীক ব্যবহার করবে না। আর বিএনপি জানিয়েছে, তারা নির্বাচনে অংশ নেবে না।
এমন অবস্থায় সুষ্ঠু ভোটের আশ্বাস দিয়ে সবাইকে নির্বাচনে অংশ নেয়ার আহবান জানান ইসি সচিব।
ইসি সচিব জানান, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: দলীয় সরকারের অধীনে উপজেলা নির্বাচনেও অংশ নেবে না বিএনপি
এসএ/দীপ্ত নিউজ