সোমবার, নভেম্বর ১০, ২০২৫
সোমবার, নভেম্বর ১০, ২০২৫

মনুস্কোতে দায়িত্ব পালন করা বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোর মনুস্কোতে দায়িত্ব পালন করা বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ১২টা ৩৬ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মামুনুর রশিদ ১১ অক্টোবর ২০২২ এ বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গোতে যান। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটি কামারী গ্রামে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য শাহাদাত বরণ করেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হন। জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এ পেশাদারিত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More