বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

মনজুর এলাহীর মনোনয়ন চেয়ে কাঁদছেন এলাকাবাসী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরমধ্যে নরসিংদী৩ শিবপুর আসনে এখনও কোনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি। তাই জনমতে এগিয়ে থাকা বিএনপির নরসিংদী জেলার সাধারণ সম্পাদক মনজুর এলাহীর মনোনয়নের জোর দাবি জানিয়ে এলাকাবাস বলেন, মনজুর এলাহী শুধু বিএনপি নেতা নন, তিনি দলমত নির্বিশেষে সুখে দুখে সবার পাশে থাকেন। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২ বারের নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান ছিলেন। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ এলাকার উন্নয়নে তিনি একজন নিবেদিত প্রাণ। তাই শিবপুরে মনজুর এলাহীকে ছাড়া অন্য কাউকে মনোনয়ন দিলে আসনটি বিএনপি হারাতে পারে বলেও শংকা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা।

নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু বলেন, নরসিংদী(শিবপুর) আসনে মনজুর এলাহীর বিকল্প মনজুর এলাহী নিজেই। বিএনপি যদি এই আসনটি পেতে চায় তাহলে তার বিকল্প কেউ নাই। জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে মনজুর এলাহীর মনোনয়ন দাবি করেন তিনি।

শিবপুর উপজেলা বিএনপির সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে ১৩টি মামলায় দীর্ঘ দিন জেল খেটেছেন মনজুর এলাহী। তারপরও দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে সবসময় তিনি সহযোগিতা করে গেছেন। জেলখানায় আমরা একসাথে ছিলাম, সেখানেও তিনি কাঁথা কম্বল ও খাবার দিয়ে আমাদের সবসময় সহযোগিতা করেছেন। তাই শিবপুর থেকে তার মতো একজন ত্যাগী নেতাকে আমরা চাই। তিনি এখান থেকে কিছু নিতে আসেনি, দিতে এসেছেন।

বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ভিপি বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতি আস্থা রেখে তারেক রহমান তাকে বিএনপি থেকে মনোনয়ন দেন। কিন্তু তার জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে আওয়ামী সরকার নির্বাচনের ২দিন আগে তার মনোনয়নটি বাতিল করেন। তিনি যেভাবে অতীতে আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি যদি মনোনয়ন পান তাহলে দলের নেতাকর্মীরাও উজ্জীবিত হয়ে দলের জন্য কাজ করবেন। তিনি আরও বলেন, মনজুর এলাহীর জনপ্রিয়তাকে উপলব্ধি করে বেগম খালেদা জিয়া তার মনোনয়নটি নিশ্চিত করবেন।

মনজুর এলাহী বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ধানের শীষের ঘাঁটি বানিয়েছি এই শিবপুর উপজেলাকে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তারা আজ প্রার্থী হয় কিভাবে? এটা শিবপুরের মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। তিনি আরও বলেন, গত ১৭ বছর স্বৈরাচার সরকারের সাথে আঁতাত করে রাজনীতি করেছে এবং আন্দোলন সংগ্রামেও তারা একদিনের জন্যও ঘর থেকে বের হয়নি তারাই আজ মনোনয়নের জন্য সিরিয়াস প্রার্থী হয়ে দাঁড়িয়েছে, যা শিবপুরবাসীর জন্য একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবসী জানান নরসিংদী জেলা বিএনপিতে সবচেয়ে জনপ্রিয় নেতা তিনি। মানবদরদী ও পরোপকারী এই মানুষটিকে ছাড়া শিবপুরে আর কোনও বিকল্প নেই। তাই ২০১৮ এর নির্বাচনের মতো মনজুর এলাহীর প্রতি আস্থা রেখে ধানের শীষ প্রতীকটি এবারও তার হাতে তুলে দিবেন তারেক রহমান এমনটাই প্রত্যাশা সবার।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More