বাগেরহাট রামপাল উপজেলার পল্লীতে দড়ি দিয়ে হাত–পা বেধে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে ইয়সিন আরাফাত (১৪) নামে এক শিশু নির্যাতনের ঘটনায় গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে পারিবারিক পূর্ব শত্রুতার জেরে শিশুকে চোর অপবাদ দিয়ে রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় দড়ি দিয়ে বেধে হত্যার উদ্দেশ্যে মধ্যযুগীয় কায়দায় রাস্তার উপর নির্যাতন করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মল্লিকের বেড় ইউনিয়নের গ্রাম পুলিশ নাসিম খান (৩৬), মাহমুদ ইসলাম (২৫) ও কেরামত হাওলাদার (৫০)। এদের সবার বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় গ্রামে।
জানা যায়, উপজেলার মল্লিকের বেড় গ্রামের দিনমজুর অলিয়ার সাথে প্রতিবেশী সরোয়ারের পূর্ব শত্রুতা জের ধরে সরোয়ার গ্রাম পুলিশ নাসিমকে ম্যানেজ করে অলিয়ার ছেলেকে চোর অপবাদ দিয়ে শুক্রবার সকাল ৯টায় শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ আহত শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করে এবং রাতভর অভিযান চালিয়ে নির্যাতনের ঘটনা জড়িত গ্রাম পুলিশসহ ৩ জনকে গ্রেফতার করে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে গ্রেফতারকৃত ৩ জনসহ ৫ জনের নামে মামলা করেন। গ্রফতারকৃতদের শনিবার (২২ জুলাই) দুপুরে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
মামুন/এসএ/দীপ্ত নিউজ