দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘মোখা’ সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (১২ মে) ভোররাতে ঘূর্নিঝড় ‘মোখা’ পায়রা সমুদ্র বন্দর থেকে ১০৫০ কিলোমিটার দক্ষিন–দক্ষিণপশ্চিমে অবস্থান করছিলো।
এর প্রভাবে উপকূলের আবহাওয়ার কোন পরিবর্তন না হলেও প্রতিনিয়ত বাড়ছে গরমের তীব্রতা। তবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।
তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ০২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সকল মাছধরা ট্রলার সমূহকে গভীর সাগরে বিচরণ না করে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ