সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর মৌচাষিরা। তবে আবহাওয়া অনুকুলে না থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।
শীতকালীন শস্য সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা শুরু করেছেন নওগাঁর মৌচাষীরা। মধু সংগ্রহের জন্য স্টিল ও কাঠ দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় বাক্স। একটি রানি মৌমাছির বিপরীতে প্রায় তিন থেকে চার হাজার পুরুষ মৌমাছি থাকে একেকটি বাক্সে। এবার প্রচন্ড বাতাসের কারণে মধু সংগ্রহের কাজ বিঘ্নিত হচ্ছে।
বর্তমানে বাজারে প্রতিকেজি সরিষা ফুলের মধুর পাইকারি মূল্য আড়াই থেকে তিনশো টাকা। নওগাঁয় গত বছর ৫ হাজার আটশো হেক্টর জমিতে মৌ বাক্স স্থাপন করা হয়েছিলো। এবার ৬ হাজার ৭০৮ হেক্টর জমিতে মৌ বাক্স স্থাপন করার আশা করছে কৃষি বিভাগ।