রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরের শেষে এ অংশের উদ্বোধন করবেন। শুক্রবার (৭ জুলাই) বিকেলে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে চালু হবে মেট্রোরেলের ফার্মগেট, সচিবালয় এবং মতিঝিল স্টেশন। এরপর পর্যাক্রমে বাকিগুলো চালু হবে।
তিনি আরও জানান, মোট ৬টি মেট্রো লাইন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ সালের মধ্যে এ ৬টির কাজ সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।
ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হয়ে সচিবালয় দিয়ে মতিঝিল পথে এখন নিয়মিত চলবে বিভিন্ন পর্যায়ের পরীক্ষামূলক চলাচল। আগামী ১৫ অক্টোবরের মধ্যে ডিএমটিসিএল পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায়।
পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারফরম্যান্স টেস্ট। পরের ধাপে সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট। চূড়ান্ত পর্যায়ে ট্রায়াল রান বা পরীক্ষামূলক চলাচল। তিন ধরনের এ চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন–৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন।
এসএ/দীপ্ত নিউজ