রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

নয় ভাইকে সঙ্গে নিয়ে ভোটের মাঠে মুজাহিদ বেগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে ৯ ভাই ও পরিবার সদস্যদের নিয়ে গণসংযোগে নেমেছেন বিশিষ্ট স্থপতি ও সমাজসেবক এ এ এম মুজাহিদ বেগ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে ভোটের আমেজ এখন তুঙ্গে। দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়।

এরই মধ্যে ফরিদপুর(ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে নির্বাচনী মাঠে এক ব্যতিক্রমী দৃশ্য সবার নজর কেড়েছে। নয় ভাই ও পরিবার সদস্যদের নিয়ে সরাসরি গণসংযোগে নেমেছেন বিশিষ্ট স্থপতি ও সমাজসেবক এ এ এম মুজাহিদ বেগ।

নির্বাচনী প্রচারণায় সাধারণত প্রার্থীদের সঙ্গে দলীয় কর্মী ও সমর্থকদের দেখা গেলেও, মুজাহিদ বেগের প্রচারণার প্রধান শক্তি তার পরিবার। বড় ভাই দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও বাংলাদেশ আই হসপিটাল পরিচালক ডা. মো. মহসিন বেগ নিজেই মাঠ থেকে ভাইয়ের পক্ষে জনমত গঠনে সক্রিয় রয়েছেন। তার সঙ্গে রয়েছেন বড় ভাবী ইশরাত জাহান, যিনি স্থানীয় একটি কলেজ অধ্যক্ষ হিসেবে নারী ভোটারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করছেন।

এ ছাড়া মুজাহিদ বেগের প্রচারণায় অংশ নিয়েছেন তার অন্যান্য ভাইয়েরাও। তাঁদের মধ্যে রয়েছেন বেগ গ্রুপ কর্ণধার মো. শামসুল হক বেগ, স্থপতি মো. মুজিবুর রহমান বেগ, প্রকৌশলী মোহাম্মদ জাফর বেগ, ব্যবসায়ী মহব্বত জান বেগ, মো. ইলিয়াস বেগ, মো. জাহিদ হাসান বেগ এবং কনিষ্ঠ ভাই খ্যাতনামা ওরাল সার্জন ডা. রফিকুস সালেহীন বেগ।

মুজাহিদ বেগ নিজে একজন সফল স্থপতি হওয়ার পাশাপাশি সামাজিক ও ক্রীড়াঙ্গনেও পরিচিত মুখ। তিনি আনোয়ারা–মান্নান বেগ ফাউন্ডেশন মহাসচিব হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। একই সঙ্গে ক্রীড়া অনুরাগী হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনূর্ধ্ব–১৭ জাতীয় লিগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এলাকার সাধারণ ভোটাররা বলছে, সচরাচর কোনো প্রার্থীর পক্ষে পুরো পরিবারকে এভাবে মাঠে নামতে দেখা যায় না। শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত একটি পরিবারের সরাসরি অংশগ্রহণ নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতির ইতিবাচক বার্তা দিচ্ছে।

এ বিষয়ে এ এ এম মুজাহিদ বেগ বলেন, “আমার সবচেয়ে বড় শক্তি এই এলাকার সাধারণ মানুষ। গণসংযোগ ও পথসভায় তাদের যে ভালোবাসা পাচ্ছি, তা সত্যিই অকল্পনীয়। পাশাপাশি আমার পুরো পরিবার আমার পাশে রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে একটি আধুনিক ও উন্নত জনপদ গড়ে তুলতে চাই।”

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More