পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে আগত যাত্রীরা কোন ভোগান্তি ছাড়াই পার হতে পারাপার হতে পারছেন।
মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) আরিচা নদী বন্দরের উপপরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৮ টি লঞ্চ ও আরিচা–কাজিরহাট নৌরুটে ১৫ টি লঞ্চ চলাচল করছে। এছাড়াও আরিচা–কাজিরহাট নৌরুটে ৪৪ টি স্পিডবোট চলাচল করছে। ফলে যাত্রীরা ভোগান্তি ছাড়া পার হতে পারছেন।
(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য) সালাম হোসেন বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ৯ টি বড় ফেরি, ৬ টি ইউটিলিটি ফেরি ও ৩ টি ছোট ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও পর্যাপ্ত ফেরি চলাচল করায় ঈদযাত্রায় এ নৌরুটে কোন ভোগান্তি নেই।
জাহিদুল হক চন্দন/আফদীপ্ত নিউজ