ভূমিকম্পের সময় রাজধানী পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ৫ তলা ভবনের রেলিং ভেঙে ৩ পথচারী মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশাল এলাকার কসাইটুলিতে এ ঘটনা ঘটে।
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগ ওয়ার্ড মাস্টার সাজ্জাদ বলেন, ভূমিকম্পের পর ৩ জনের মরদেহ আনা হয়েছে। পুরান ঢাকা থেকে তাঁদের মরদেহ আনা হয়। নিহতদের মধ্যে একজনের নাম রাফিউল। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী। আরেকজনের নাম সবুজ। তাঁর বয়স ৩০ বছর। ৮ বছরের একটি শিশুর মরদেহ আনা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, রেলিং ভেঙে নিহতদের রক্তাক্ত দেহ পড়েছে আছে রাস্তায়। আশপাশের কয়েকজন লোক দৌড়ে এসে সেগুলো উদ্ধার করছেন।
ডিএমপি লালবাগ বিভাগ উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন, ভূমিকম্পের সময় পুরান ঢাকার কসাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে ৩ জন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এসএ