ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এখনও কোনো হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরে। এটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল ছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।
প্রদেশের পুলিশ প্রধান রলি বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী ছিল। যখন ভূকম্পন শুরু হয় আমি তখন ঘুমিয়ে ছিলাম। ভূমিকম্পের তীব্র আওয়াজে আমার ঘুম ভেঙে যায়।’
উল্লেখ্য মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। তবে এখানে তাৎক্ষনিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে দেশটিতে ২০২২ সালের অক্টোবর মাসে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।