বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫

ভুমির যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

টাঙ্গাইলআরিচা মহাসড়কে অধিগ্রহনকৃত ভূমির মালিকরা যথাযথ ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।

রবিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া মৌজার ভূমি মালিকরা এ কর্মসুচি পালন করে।

ভুমি মালিকরা অভিযোগ করেন, টাঙ্গাইলবড়াঙ্গাইলআরিচা মহাসড়ক প্রকল্পের জন্যে ভূমি অধিগ্রহন প্রক্রিয়া চলছে। প্রকল্পে টেংরিপাড়া মৌজার ভাদ্রা বাজরে দশ লাখ টাকা শতাংশ মূল্যে জমি কেনা বেচা হচ্ছে। এ বাজারে ব্যাংক বীমা অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠায় ভূমি মালিকরা দীর্ঘদিন ধরে স্থানীয় ভূমি অফিসে বাণিজ্যিক কর প্রদান করে আসছে।

তারা আরও জানান, বর্তমান মূল্যে জমির দাম পেলে অনেক ভূমি মালিকরা নিঃস্ব হয়ে পড়বে। তারা বিপুল পরিমাণ অর্থ থেকে বঞ্চিত হয়ে পড়বে।

এ অবস্থায় ভূমি মালিকরা টাঙ্গাইলের জেলা প্রশাসকসহ কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। যথাযথ মূল্যে জমির দাম পাবার দাবিতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন ভূমি মালিক আব্দুল মতিন উজ্জল, আকবর হোসেন, মাজহারুল ইসলাম, সোলায়মান হোসেন, তোফাজ্জল হোসেন দেওয়ান, এডভোকেট আব্দুল আলিম, আনোয়ার হোসেনসহ সকল ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।

সুমন খান/এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More