শুরু হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ।
শনিবার (১ জুন) সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট নেওয়া হচ্ছে দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে।
এ দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১০ কোটি ৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৫.২৪ কোটি, নারী ভোটার ৪.৮২ কোটি। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিন হাজার ৫৭৪ জন। এতে ভোটগ্রহণ হবে ইভিএমে। ভোটদানের জন্য এ দফায় গোটা দেশজুড়ে ১.০৯ লাখ ভোটগ্রহণ কেন্দ্র খোলা হয়েছে।
শেষ দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশের ১৩, পাঞ্জাবের ১৩, পশ্চিমবঙ্গের ৯, বিহারের ৮, ওড়িশার ৬, হিমাচল প্রদেশের ৪, ঝাড়খন্ডের ৩, আর চণ্ডিগড়ের ১টি আসনে।
বিশ্লেষকরা বলছেন, আজ উত্তর প্রদেশের বারানসী, পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার, হিমাচল প্রদেশে টশিগংয়ের দিকেই সবার নজর থাকবে। কেননা, বারানসীতে ভাগ্য নির্ধারণ হবে মোদির। অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের ভাগ্য নির্ধারণ হবে ডায়মন্ড হারবার থেকে।
দেশটির লোকসভা নির্বাচনে ১৯ এপ্রিল থেকে সাত দফার ভোট পর্ব শুরু হয়। এরইমধ্যে লোকসভার ৫৪৩ আসনের মধ্যে শেষ হয়েছে ৪৮৬ সংসদীয় আসনের ভোট।
উল্লেখ্য, ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন।
এসএ/দীপ্ত সংবাদ