আসন্ন বিশ্বকাপে ভারতে জাতীয়দল না পাঠানোর বিষয়ে বিসিবির সিদ্ধান্তে একমত পোষণ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ জানুয়ারী) সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই ক্রিকেটের সাথে আন্তর্জাতিক রাজনীতির কিছু প্রশ্ন জড়িয়ে আছে। ক্রিকেটের সাথে আমাদের দেশের সম্মান জড়িত আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এটা আমরা মনেকরি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এক্ষেত্রে আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত। সেইসাথে এটাও মনরকরি। ছোট ছোট বিষয়গুলো আলোচনায় সমাধানের চেষ্টা করে যেতে হবে।
বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। যদি বিএনপি সরকারে যায় তবে এ বিষয়ে কি করবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের জনগণের সাথে কিমিটমেন্ট আছে তিস্তা পদ্মা সহ অভিন্ন যত নদী আছে সব গুলো ব্যপারে আমরা ভারতের সাথে অ্যাঙ্গেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।
মঈনুদ্দীন হিমেল