ভারতে চলন্ত ট্রেনের মধ্যে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছে। এদের মধ্যে আরপিএফের এক সহকারী উপ–পরিদর্শকও রয়েছেন। সোমবার (৩১ জুলাই) ভোরে মহারাষ্ট্রের পালঘর স্টেশনের কাছে জয়পুর–মুম্বই এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটি জয়পুর থেকে মুম্বাই যাচ্ছিল। সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে ট্রেনটি পালঘর স্টেশন পার হওয়ার পর হঠাৎ করে ওই পুলিশকর্মী তার বন্দুক দিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।
পুলিশ জানিয়েছে, চেতন সিং নামে ওই জওয়ান এসকর্ট ডিউটিতে ছিলেন। তিনি এএসআই টিকা রামের ওপর প্রথমে গুলি চালান। তাকে হত্যার পর চেতন সিং পাশের কামরায় যান। সেখানে গুলি করে আরও তিন যাত্রীকে হত্যা করেন। চারজনকে হত্যার পরই ট্রেনের চেন টেনে তিনি পালানোর চেষ্টা করেন। তবে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। তার অস্ত্রটিও জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, মানসিকভাবে অসুস্থ ছিলেন চেতন সিং। বেশ কিছুদিন ধরেই তিনি ছুটি চাইছিলেন। ঘটনার আগের দিন তিনি বলেছিলেন, তার অসহিষ্ণু লাগছে। তখন তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দেয়া হয়েছিল।
এদিকে ঘটনার পর ট্রেনটি বরিভালি স্টেশনে দাঁড় করানো হয়। সেখান থেকে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় বাবাসাহেব অম্বেডকর হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়লা/ দীপ্ত নিউজ