ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক হয়েছেন ওপেনার শুভমান গিল।
শনিবার (২৪ মে) ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এ ঘোষণা দেন। আগামী ২০ জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে নিজের দায়িত্ব শুরু করবেন এই ভারতীয় ব্যাটার।
রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেয়ার পর ধারণা করা হচ্ছিল জসপ্রিত বুমরাহকে অধিনায়ক করা হতে পারে। সেই সঙ্গে নাম শোনা যাচ্ছিল ঋষভ পান্তেরও। দুজনকে টপকে ভারতের অধিনায়ক হয়েছেন গিল। সর্বশেষ বোর্ডার গাভাস্কার সিরিজেও ভারতের সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন বুমরাহ।
রোহিতের অবর্তমানে তাকে একটি ম্যাচে নেতৃত্বও দিতে দেখা গিয়েছিল। শনিবার মুম্বাইয়ের বিসিসিআই কার্যালয়ে নির্বাচনী বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার গিলকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করার কথা জানান। সেই সঙ্গে তার সহকারী করা হয়েছে পান্তকে।
গিলকে অধিনায়ক করার কারণ ব্যাখ্যা করে আগারকার বলেন, ‘আপনি যে কোনো অপশন নিয়েই আলোচনা করতে পারেন। গত এক বছর ধরে আমরা শুভমানকে দেখেছি। ড্রেসিং রুম থেকেও ফিডব্যাক নিয়েছি। আমরা আশাবাদী যে আমরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি।‘