অতীতের সকল ইতিহাস পাল্টে ভারতের বিরুদ্ধে হেসে খেলে ম্যাচ জিতে নিলো ইংল্যান্ড। অ্যাডিলেটে এর আগে ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যারা টসে জিতেছে তারাই ম্যাচ হেরেছে। সে হিসেবে আজ ভারত টস হারলে সমর্থকরা ধরেই নিয়েছিল ভারত ম্যাচটি জিতে ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে।
বড় ম্যাচ, বড় লক্ষ্য, প্রতিপক্ষ শক্তিশালী ভারত- কোনো কিছুই যেন ভয় ধরাতে পারেনি ইংল্যান্ড ওপেনারদের মনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। তাতে কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।
ভারতের দেয়া ১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেলস-বাটলার দু’জনেই শেষ করেন খেলা। ২৪ বল হাতে রেখেই নির্ধারিত ১৬৯ রানের লক্ষ্য পার করে ইংল্যান্ড। হেলস অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৬ রান ও বাটলার ৩৯ বলে ৮০ রান করে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির অর্ধশতক আর হার্দিক পান্ডিয়ার ৩৩ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত।