কুমিল্লা জেলার দেবিদ্বার–চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে দুরবস্থার কোনো প্রতিকার না হওয়ায়
সড়কের গর্তে জমে থাকা পানিতে মাছের পোনা অবমুক্ত করে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।
এ সময় হাসনাত আবদুল্লাহ‘’র এই প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।
এ ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, খানাখন্দে ভরা সড়কে পানি জমে আছে। সেই সড়কে একটি পলিথিনের প্যাকেট থেকে মাছের পোনা নিয়ে সেগুলো সড়কের গর্তে জমে থাকা পানিতে ছাড়েন হাসনাত আবদুল্লাহ। এসময় স্থানীয় বাসিন্দারাও তার সঙ্গে ছিলেন।
এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই সড়কে মানুষ আসা–যাওয়া করে। কয়েকদিন আগে এই সড়কে একটা ছেলে মারা গেছে। সড়ক সংস্কার না করলে তার চেয়ে ভালো, রাস্তায় মাছ চাষ করুন। মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।
তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতোটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিওল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন। তাতে যদি কিছু হয়।
উল্লেখ্য, দেবিদ্বার–চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়কই নয়, এটি ঢাকা–চট্টগ্রাম ও কুমিল্লা–সিলেট মহাসড়কের সঙ্গেও সংযুক্ত। দীর্ঘদিন ধরে প্রায় ১৪.৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সংস্কার না হওয়ায় অসংখ্য বড় বড় গর্তে পরিণত হয়েছে। এতে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে যায়, চরম ভোগান্তি দেখা দেয় যানবাহন চলাচলে।
এসএ