ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে। কোন মানুষ মানবাধিকার থেকে বঞ্চিত হলে ঝাপিয়ে পরতো। নারী অধিকার ও হিজড়া জনগোষ্টীর মান উন্নয়ন সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিক নিরাপত্তায় আত্মনির্ভরশীল করার জন্য সব সময় লেগে থাকতো। তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তারের কাজের স্বীকৃতি স্বরূপ দেওয়ানগঞ্জ উপজেলা বাসী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার অসহায় পিছিয়ে পরা বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থে নিয়মিত কাজের মাধ্যমে মানুষের মন জয় করে অকৃত্রিম ভালবাসা পেয়েছে ।কুসংস্কার আর প্রতিবন্ধকতা তাকে কোনভাবেই দমাতে পারেনি।দেশের উন্নয়নের স্বার্থে সমাজের সকলের সাথে মিলে মিশে কাজ করে যাচ্ছে।
এবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন মুন্নি আক্তারের সম্প্রদায়ের কোন ব্যক্তি (ছল্লা) রাস্তায় রাস্তায় হাত পেতে টাকা তুলবে না। এছাড়াও পিছিয়ে পড়া দেওয়ানগঞ্জ উপজেলার উন্নয়ন, নদী ভাঙ্গনের কবল রক্ষা পেতে সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট প্রার্থনা করেন।গত ২১ মে উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান, (মহিলা) পদে সেলাই মেশিন প্রতীকে বিপুল ভোটে বিজয় করেছেন সাধারন ভোটারা।
ভোটার ও এলাকাবাসী বলছেন, মুন্নি আক্তার তৃতীয় লিঙ্গের মানুষ হিসেবে তার অধিকার আছে মূল স্রোতের সাথে মিশে যাওয়া, উন্নয়নের স্বার্থে তার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা তার জন্য কাজ করে ভোট দিয়ে বিজয়ী করেছি।
মুন্নি আক্তার বলেন,আমাকে যে সম্মান দিয়ে নির্বাচিত করেছে উপজেলা বাসীর প্রতি আমি কৃতজ্ঞ। পিছিয়ে পরা উপজেলার রাস্তা ঘাটের উন্নয়ন করে মানুষে পাশে থেকে কাজ করা আমার প্রধান লক্ষ্য।
হীরা/ আল/ দীপ্ত সংবাদ