বিশ্ববাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারেও ভরিতে ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। তারপরও ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার (৬ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানায়। নতুন দাম অনুযায়ি হলমার্ক করা ২১ ক্যারেট স্বর্ণের মূল্য পড়বে ভরিপ্রতি ১ লাখ ৩ হাজার ২৫০ টাকা। সোনার দাম কমলেও রুপার দর অপরিবর্তিত আছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে।
তবে রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৬৩৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়।
আল/ দীপ্ত সংবাদ