২১
নিত্যপণ্যের দাম নিয়ে অভিযোগের অন্ত নেই ক্রেতার। ভরা মৌসুমেও চড়া শীতকালীন সবজির দাম। আলু–পেঁয়াজ কিনতেই শূন্য ক্রেতার পকেট। সবমিলিয়ে বাজার অব্যবস্থাপনার ক্ষোভ ক্রেতাদের কন্ঠে।
রাজধানীর মালিবাগের বাজার ঘুরে দেখা যায় সবজির সরবরাহে ঘাটতি নেই। তবুও দাম চড়া।
সিম ৮০ টাকা, ফুলকপি ৫০ ও বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি নতুন পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা
মাছের বাজারেও নেই স্বস্তি। সব ধরনের মাছের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। ইলিশের দাম শুরু হাজার টাকা থেকে।
গরুর মাংস বিক্রি হচ্ছে আগের বেধে দেয়া সাড়ে ছয়শ টাকা দরেই।
এসএ/দীপ্ত নিউজ