রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করায় ভয়াবহ আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পরে।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে প্রথমে ১০টি ইউনিট কাজ শুরু করলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনী এবং পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংক্ষিপ্ত বার্তায় জানায়, ফায়ার সার্ভিসের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মার্কেটের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নি নির্বাপনী সাহায্যকারী দল যুক্ত হয়েছে। প্রস্তুত রয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার।
বিদ্যুতের অধিক লোড ও বৈদ্যুতিক লাইনের মেরামত না করায় রাজধানীর নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
অনু/দীপ্ত সংবাদ