ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ স্কুলশিক্ষার্থী অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলো– সারিকা আক্তার, আশা মনি, চাঁদনী আক্তার, আফরিন আক্তার, ইসরাত জাহান, আশা মনি, সানজিদা আক্তার।
অভিভাবকরা জানান, দুপুরে ক্লাস চলাকালীন সময়ে প্রথমে একজন শিক্ষার্থী শ্বাসকষ্ট অনুভব করলে তার পরই একে একে ১০জন শিক্ষার্থী হয়ে পড়ে। বিকেলে পরিবারের লোকজন তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিভাবকদের কেউ কেউ এটিকে জরায়ু ক্যান্সারের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া বলে অভিযোগ করেন। অসুস্থ ছাত্রীরা জানান, প্রায় ৩ সপ্তাহ আগে টিকা গ্রহণের পর কেউ কেউ জ্বরে আক্রান্ত হলেও তেমন জটিল কোন অসুস্থতা দেখা দেয় নি। তবে আজ হঠাৎ করেই একের পর এক ছাত্রী প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে শুরু করে, পাশাপাশি তাদের হাত পা বাকা হতে শুরু করে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জেলার সিভিল সার্জন মো. নোমান মিয়া জানান, জরায়ু ক্যানসার প্রতিরোধী টিকাটি খুবই নিরাপদ। তাছাড়া টিকা গ্রহণের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেছে, এতদিন পর টিকাটির কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না। আমাদের দেশে এই বয়সের কোন কোন মেয়ের গণমনস্তাত্বিক রোগ হয়ে থাকে
আমরা ধারণা করছি এই ছাত্রীদের গণমনস্তাত্বিক রোগই হয়েছে, টিকার সাথে এর কোন সম্পর্ক নাই।
নাবিল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ