ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেস জানিয়েছেন, আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেবেন আগামী বছর কোপা আমেরিকার এক মাস আগে। সেক্ষেত্রে তার সঙ্গে চুক্তি হতে পারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির চুক্তি শেষ হবে ২০২৪ সালের ১ জুলাই। এরপরই ব্রাজিল জাতীয় দলের কোচ হবেন তিনি। আনচেলত্তির কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও সিবিএফ এখনই ইতালিয়ান ম্যানেজারকে নিয়ে কোনো ধরনের ঘোষণা দিতে পারবে না।
২০২২ বিশ্বকাপে ব্যর্থতা এবং তিতেকে ছাঁটাইয়ের পর থেকেই আনচেলত্তিকে কোচ বানানোর জন্য চেষ্টা করে আসছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
আনচেলত্তি অবশ্য বারবারই ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। চলতি মাসের শুরুতে তিনি যখন রিয়াল মাদ্রিদের কোচ থাকার ঘোষণা দেন, মনে হচ্ছিল আর বোধ হয় ব্রাজিল পাবে না তাকে।
কিন্তু আগামী মৌসুমে আনচেলত্তিকে কোচ করার মৌখিক সম্মতি নিয়েই ছেড়েছেন ব্রাজিল। কোপা আমেরিকার এক মাস আগে দায়িত্ব নিতে পারেন আনচেলত্তি। সেক্ষেত্রে তার সঙ্গে চুক্তি হতে পারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।
আল /দীপ্ত সংবাদ